Monday, March 9, 2020

শিমের নাম ‘গোয়ালগাদ্দা’ - Prothom Alo

সিলেটে বাজার থেকে পাইকারদের হাত ঘুরে এসব শিম চলে যায় দেশের বিভিন্ন এলাকায়

ঠেলাগাড়ি ও ঝুড়ি ভরে শিম নিয়ে আসছেন চাষিরা। একেকজনের কাছে ৩০০ থেকে ৪০০ কেজি পর্যন্ত শিম। দরদাম করে সেই শিম কিনছেন পাইকাররা। এরপর বস্তায় ভরে তোলা হচ্ছে ছোট-বড় ট্রাকে। পুরকায়স্থ বাজার থেকে এই শিম চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ‘গোয়ালগাদ্দা’ নামের এ শিম।

Source: Prothom Alo 
https://www.prothomalo.com/bangladesh/article/1632288

No comments:

Post a Comment