Monday, March 9, 2020

দেখা মিলছে শুভ্র হিমালয়ের - Prothom Alo

পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের। সম্প্রতি সদর উপজেলার অমরখানা এলাকায়।  প্রথম আলো
পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের। সম্প্রতি সদর উপজেলার অমরখানা এলাকায়। প্রথম আলো
হাত বাড়ালেই যেন শ্বেত-শুভ্র হিমালয়! আর একটু এগোলেই হয়তো ছুঁয়ে ফেলা যাবে চোখ জুড়ানো বরফঢাকা পর্বতটাকে। হিমালয় মানেই এক বিস্ময়কর রহস্য, অভাবনীয় সৌন্দর্য। বিভাজনের কাঁটাতার পেরিয়ে যাঁদের পর্বতটাকে দেখার সৌভাগ্য হয় না, তাঁদের জন্য অনেকটা ‘রথ দেখা আর কলা বেচার’ সুবর্ণ সুযোগ এখন পঞ্চগড়ে।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত। বিশেষ করে শরৎ, হেমন্ত আর শীতের মাঝামাঝি সময়ে মেঘমুক্ত আকাশে প্রায় প্রতিদিনই হিমালয়ের দেখা মিলছে।
Source: Prothom Alo. For details please visit the following: 

No comments:

Post a Comment