Wednesday, April 18, 2018

গাজীপুরে বাদলের বাগানে ফলছে সৌদির খেজুর: banglanews24.com


সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০১৪ সালে সৌদি আরব, দুবাই, কুয়েত, ভারত ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে ১৮টি বিভিন্ন জাতের খেজুর গাছের চারা সংগ্রহ করেন নজরুল ইসলাম বাদল। পরে বাড়ির পাশে একটু পতিত জমিতে ওই চারা রোপন করে ছোট একটি খেজুর বাগান গড়ে তোলেন। বাগানের নাম রাখেন ‘সৌদি ডেট পাম ট্রিস ইন বাংলাদেশ’। তার ওই খেজুরগাছ থেকে সাকার চারা (কলম চারা) হলে সেখান থেকেও সেই চারা বাগানে রোপন করেন তিনি। এভাবেই তার বাগান বড় হতে থাকে। বর্তমানে তার বাগানে ১০০টির বেশি খেজুর গাছ আছে। এছাড়া বিভিন্ন বয়সের খেজুরচারা আছে প্রায় ৫ হাজার। এবছর তার খেজুর বাগানে ১৩টি গাছে সৌদি খেজুর ধরেছে। মো. নজরুল ইসলাম বাদল গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের আলিমপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের ছেলে।

For detailed report please visit http://www.banglanews24.com/national/news/bd/648846.details#1

No comments:

Post a Comment