Saturday, April 21, 2018

ভারতে নিখোঁজের ৪০ বছর পর স্বজনের কাছে ফেরালো ইউটিউব ভিডিও: BBC Bangla

খোমদ্রাম গাম্ভীর সিংকে (ডানে) চার দশক পর খুঁজে পাওয়া যায় মুম্বাইয়ে
নিখোঁজ হওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিও'র মাধ্যমে সাবেক একজন ভারতীয় সেনাসদস্য হাজারো মাইল দূরে তাঁর স্বজনদের দেখা পেয়েছেন। খোমদ্রাম গাম্ভীর সিং নামের এই ব্যক্তি ২৬ বছর বয়সে ১৯৭৮ সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান।তাঁর বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে। কিন্তু নিখোঁজ হওয়ার ৪০ বছর পর তাঁকে পাওয়া যায় অনেক দূরের শহর মুম্বাইতে।এখন তাঁর বয়স হয়েছে ৬৬।প্রথমে এই খোমদ্রাম গাম্ভীর সিং-এর একজন ভাতিজা ইউটিউবে একটি ভিডিও দেখে তাঁকে চিনতে পারেন।ফিরোজ শাকরি নামের একজন ফটোগ্রাফার মুম্বাইয়ের রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছিলেন। তিনি অনেক ছবিও তুলেছিলেন।এই ফটোগ্রাফার তাঁর ভিডিওগুলো ইউটিউবে প্রকাশ করলে তা ভাইরাল হয়।

For detailed report please visit https://www.bbc.com/bengali/news-43832534

No comments:

Post a Comment