Wednesday, April 25, 2018

চিংড়ির জমিতে গোলপাতা: www.prothomalo.com

সুন্দরবনের কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের বেশ বড় গ্রাম নাকসা। খুলনা শহরেই কয়েকজনের কাছে শুনলাম, কয়রা উপজেলায় কিছু মানুষ চিংড়ি চাষের পরিবর্তে গোলপাতার চাষ করছেন। গোলপাতা যেহেতু জলে গোড়া ভিজিয়ে জন্মায়, চাষিরা এর সঙ্গে সাদা মাছের (পারশে, দাতিনা, খয়রা, পাতারি ইত্যাদি মাছকে স্থানীয় ব্যক্তিরা সাদা মাছ বলেন) চাষও করছেন। জমিতে গোলপাতার চাষ করেছেন একসময়ের দুর্ধর্ষ বাওয়ালি খয়বার সরদার।

For detailed report please visit source http://www.prothomalo.com/bangladesh/article/1477096

No comments:

Post a Comment